শিরোনাম

South east bank ad

মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদুল ইসলাম খান, (ভালুকা) :

ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী এক কৃষক পরিবার। শনিবার সকালে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবার সাংবাদ সম্মেলনে উপজেলা হবিরবাড়ি ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন আহম্মেদ দাবি করেন, হবিরবাড়ি বিট অফিসার দেওয়ান আলী ও কর্মচারীদের যোগসাজশে কাঠ ব্যবসায়ী আবুল কাশেম, ছেলে সোহাগ ও সুমনের নেতৃত্বে মনোহরপূর মৌজার ১৫৪, ১৮৭, ১৯২ ও ৪১৩ নম্বর দাগ থেকে বিপুল পরিমান গজারি ও আকাশমনি গাছ কেটে নিয়ে নিজস্ব স’মিলে চেড়াই করে বিক্রি করেন।

উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শণে গেলে বিট আফিসার নিজে বাঁচার জন্য কাঠ ব্যবসায়ী আবুল কাশেম ও তার ছেলেদের প্ররোচনায় মনোহরপূর গ্রামের হাজী মোঃ হাকিম উদ্দিনের ছেলে কৃষক গিয়াস উদ্দিন, ছেলে মনির হোসেন ও আকরাম হোসেনের বিরুদ্ধে প্রতিহিংসা করে বিট আফিসার বাদী হয়ে চলতি বছরে চারটি হয়রানীমূলক মামলা করেন।

মামলা থেকে প্রতিকার চেয়ে স্থানীয় সংবাদ সদস্য ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে শনিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগী পরিবার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: