সোনাই নদীর তীর থেকে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর এলাকায় সোনাই নদীর তীর থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। শনিবার (৭আগষ্ট) সকালে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। পরে থানা পুলিশকে খরব দিলে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মহসিন আল মুরাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রাজ্জাক লাশটি উদ্ধার করে।
স্থানীয় কৃষক ওসমান গনি জানান-গত রাতে পাহাড়ি ঢলে নদীর পানি উপচে তীর সংলগ্ন জমিগুলো প্লাবিত হয়েছিল। বানের উপচে পড়া পানির সাথে ওই লাশটি ভেসে আসতে পারে। আমাদের এলাকার বলে মনে হচ্ছে না।
মাধবপুর থানার ওসি মোঃ আব্দুল রাজ্জাক জানান- কালো হাফপ্যান্ট পড়া লাশের গায়ে পচন ধরেছে। অনুমান ৪/৫দিন আগের হতে পারে। এলাকার কেউ সনাক্ত করতে পারেনি। আমরা পরবর্তি ব্যবস্থা নিতেছি।