জামালপুর পৌর কৃষক লীগের কার্যক্রম স্থগিত
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে অনৈতিক ও অসাংগঠনিক কর্মকান্ড পরিচালনার অভিযোগে পৌর কৃষক লীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা কৃষক লীগ শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (৬ আগষ্ট) কৃষক লীগের সাধারন সম্পাদক হুরমুজ আলী হিরোর স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জামালপুর পৌর কৃষক লীগের রাজনৈতিক কর্মকান্ড অসাংগঠনিকভাবে পরিচালিত হচ্ছে। যেটি প্রশ্নবিদ্ধ। বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা ও বাংলাদেশ কৃষক লীগ জামালপুর জেলা শাখার দৃষ্টিগোচরে এসেছে। এমতাবস্থায় জামালপুর পৌর কৃষক লীগের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকান্ড জেলা আওয়ামী লীগ কর্তৃক আদিষ্ট হইয়া অদ্য ০৬/০৮/২১ ইং তারিখ হইতে স্থগিত করা হইলো।
জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্না জানান, পৌর কৃষক লীগের বিরুদ্ধে শহরের বজ্রাপুরে মনগড়া অফিস খোলে অনৈতিক ও অ-সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, চিঠি দিয়ে অনুদান চাওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠায় এই কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।