গফরগাঁওয়ে এক মাসে পানিতে ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ে পানিতে ডুবে গত ১ মাসে ৪ জনের মৃত্যু হয়েছে। ৬ আগষ্ট শুক্রবার আব্দুল আহাদ(১৫) ও দেড় বছরে শিশু মরিয়ম আক্তারের মৃত্যু হয়েছে। ঘটনা দুটি ঘটে শুক্রবার সকালে যশরা ইউনিয়নের যশরা গ্রামের সুতিয়া নদীতে ও পালইকান্দা গ্রামে। নিহত আব্দুল আহাদ যশরা গ্রামের রইছ উদ্দিনের ছেলে ও মরিয়ম আক্তার পালইকান্দা গ্রামের হাফেজ মজিবুর রহমানের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,আব্দুল আহাদ সকাল ১০ টার দিকে শিবগঞ্জ বাজার এলাকায় হুরমত উল্লাহ কলেজ সংলগ্ন মসজিদের পাশ দিয়ে সুতিয়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়।সাঁতার না জানার কারণে স্রোতের টানে ডুবে যায় আহাদ।এসময় তার পাশেই মাছ ধরছিলো ওই এলাকার যুবক আব্দুল জলিল। সে টের পেয়ে ডাকাডাকি শুরু করে ও আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ারসার্ভিসের দল ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার অভিযান পরিচালনা করে পানি থেকে আব্দুল আহাদের লাশ উদ্ধার করে।
অপর দিকে শিশু মরিয়মকে সকাল ৯ টার দিকে তার মা জান্নাতুল ফেরদৌস বালতির পানিতে রেখে ঘরের কাজে ব্যস্ত হয়ে পরে। শিশু মরিয়ম বালতির পানিতে খেলতে খেলতে ডুবে যায়। একসময় মরিয়মের মা এসে দেখে বালতির পানিতে মরিয়ম ডুবে আছে।স্বজনরা মরিয়মকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গত কয়েকদিন আগে যশোরা ইউনিয়নের নাফিসা ও ইয়াসিন নামে দুই ভাইবোনের মৃত্যু হয় পানিতে ডুবে। এ নিয়ে গত ১ মাসে গফরগাঁওয়ে ৪ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।
বাংলাদেশে গত ১৯ মাসে ১,৫১২ জন পানিতে ডুবে মারা গেছেন বলে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর নামে একটি এনজিওর এক সমীক্ষায় উঠে এসেছে।