বৈদ্যুতিক খুটির বিপজ্জনক অবস্থান, যেকোন মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা
আব্দুল্লাহ হেল বাকী (নওগাঁ):
নওগাঁর পার্শ্ববর্তি বগুড়ার আদমদীঘির সান্তাহারে নেসকোর তিনটি বৈদ্যুতিক পোল (খুটি) হেলে পরে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে। যেকোন মূহুর্তে তার ছিড়ে বড় ধরনের বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা।
সরজমিনে গিয়ে দেখা যায়, সান্তাহার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রেলওয়ে হাসপাতাল কলোনী (হরিজনপল্লী) এলাকায় পুকুরের পানিতে অবস্থানরত দুইটি বৈদ্যুতিক পোল পুকুরের পানির উপর হেলে পড়েছে। শুধু হেলে পড়াই নয় দুইটি পোলের হেলে পরার কারনে একই বৈদ্যুতিক তারে সংযুক্ত আরেকটি পোলের বৈদ্যুতিক তার ধরে রাখার ইস্পাতের একটি আংটা খুলে পড়েছে আরেকটা অনেকটাই নড়বড় হয়ে পরেছে। একটু জোড়ালো বাতাস হলেই বৈদ্যুতিক তার ছিড়ে যে কোন সময় ঘটতে পারে মৃত্যু জনিত বড় ধরনের দূর্ঘটনা। দীর্ঘদিন যাবত পুকুরের পাড় দিয়ে স্থাপন করা বৈদ্যুতিক পোলগুলোর দিকে নজর না দেওয়া এবং সংস্কার না করায় এমন বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরেই বিষয়টি সংশ্লিষ্ট বিদ্রুৎ অফিসের কর্তা ব্যক্তিদের মৌখিক ও মুঠফোনসহ বিভিন্ন ভাবে একাধিকবার জানানোর পরেও এখন পর্যন্ত আশু কোন পদক্ষেপ গ্রহন করেননি। এলাকাটি ঘনবসতীপূর্ন হওয়াই যেকোন মূহুর্তে বৈদ্যুতিক তার ছিড়ে মনের অজান্তে খেলার ছলে শিশুরা এবং অন্যান্য বয়সের মানুষেরা বৈদ্যুতিক দূর্ঘটনার শিকার হতে পারে।
এসময় স্থানীয় বাসিন্দা রোকনুজ্জান রনি বলেন আমি সকালে বিদ্যুৎ অফিসের টেলিফোন নম্বরে ফোন করলে তারা জানান এমন সমস্যয় ফোর ম্যানের সাথে যোগাযোগ করতে এবং ফোর ম্যানকে ফোন করলে সে বলে এসব কাজে ইঞ্জিনিয়ার স্যারের পারমিশন লাগবে। এরপর আমি সান্তাহার বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী সাহেবের সাথে যোগাযোগ করলে উনি বলেন আমি বর্তমানে একটু অফিসের বাহিরে অবস্থান করছি আপনি একটু ফোর ম্যানের সাথে যোগাযোগ করুন আমি ওনাকে বলে দিচ্ছি । এভাবেই বিদ্যুৎ অফিসের লোকজন গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ভাবে হয়রানি করছে।
এই বিষয়ে নেসকো লিমিটেড সান্তাহার অফিসের (বিক্রয় ও বিতরন বিভাগ) নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামানের সঙ্গে মুঠোফোনে (০১৭১৩৮৫০৭২১, ০১৭৫৫৫৮২৩২৪) একাধিকবার যোগাযোগ করার চেস্টা করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।