ফ্যাক্টরি নয়, অস্থায়ী স্টোরেজ ফ্যাসিলিটিতে আগুন: সিঙ্গার
সাভারের ফুলবাড়িয়ায় অবস্থিত সিঙ্গারের একটি অস্থায়ী স্টোরেজ ফ্যাসিলিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেখানে সিঙ্গারের কোনো ফ্যাক্টরি নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিঙ্গার বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ সকালে সাভারের ফুলবাড়িয়ায় অবস্থিত সিঙ্গারের একটি অস্থায়ী স্টোরেজ ফ্যাসিলিটিতে আগুন লাগে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার সময় ভবনের ভিতরে কেউ উপস্থিত ছিল না এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি।’
সিঙ্গার বাংলাদেশ জানিয়েছে‘যে কোন ধরনের বিভ্রান্তি এড়াতে, আমরা এটা স্পষ্ট করতে চাই যে দুর্ঘটনার স্থানটিতে সিঙ্গারের কোন ফ্যাক্টরি নেই।’