সংবাদ প্রকাশের পর ‘সেই মা ও ছেলের পাশে পুলিশ সুপার আলিমুজ্জামান’
জাকির হোসেন, (সালথা) :
ফরিদপুরের সেই মা ও ছেলের পাশে দাড়ালো ফরিদপুর জেলা পুলিশ। দুদিন আগে পথে পথে তারা ভিক্ষা করে জীবন অতিবাহিত করছিলেন।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে জেলা পুলিশ এর পক্ষ থেকে থেকে তাদের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হয়। এই খাবার পেয়ে তারা খুব খুশি হন। একই সাথে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম কে ধন্যবাদ জানান। এই বিপদের সময় তাদের পাশে থাকার জন্য। এছাড়া ধন্যবাদ জানান জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য কে।
এক প্রতিক্রিয়ায় তারা বলেন জেলা পুলিশ এই অসময়ে তাদের সাহায্যের জন্য যেভাবে এগিয়ে এসেছে তাতে শুধু মানবিক গুণ নয়। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ধরনের মানসিকতা দেখিয়েছেন তাকে আমরা স্যালুট জানাই।
শুধু মা ছেলে নয় জেলা পুলিশ তাদের এই বিপদের দিনে যে সহযোগিতা করেছেন তাতে পুরো গ্রামবাসী তাদের স্যালুট জানিয়েছেন। একই সাথে পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর সুস্বাস্থ্য সুস্থতা কামনা করেছেন।
এ ব্যাপারে ফরিদপুর পুলিশ সুপার আলীমুজ্জামানের কাছে তার জানতে চাওয়া হলে তিনি বলেন, আপনারা তুলে ধরেছেন আর আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর। সংবাদ প্রকাশ হওয়ার পর পুলিশ তাদের খুঁজে বের করে। তিনি আরো বলেন আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।
উল্লেখ্য ; গত ৩ আগস্ট শহরের পৌরসভার সামনে, "বেচেঁ থাকার তাগিদে অন্ধ ছেলেকে নিয়ে ভিক্ষা করছেন মা" শিরোনামের bdfinancialnews24-6c6259.ingress-earth.easywp.com একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদটি ফরিদপুর জেলা পুলিশের নজর আসার পর পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশে মা ও ছেলেকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে জেলা পুলিশ।
উল্লেখ করা যেতে পারে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রায় প্রতিদিনই অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসাহায্য, করণা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসাসেবা, এবং অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করা সহ, মৃতদেহ সৎকার কিংবা দাফনের মত কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে করোনা মহামারীতে সাধারণ লোকের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ফরিদপুর জেলা পুলিশ।