বিমানবন্দর থেকে হবিগঞ্জের প্রবাসী গ্রেফতার
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জের চুনারুঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে জড়িয়ে মানহানিকর মন্তব্য প্রচারের অভিযোগে আলমগীর মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরব পালানো সময় বুধবার (৪ আগস্ট) দিবাগত রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে চুনারুঘাটে বার্তা দিলে চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম এর নেতৃত্বে একদল পুলিশ রাতে তাকে চুনারুঘাট থানায় নিয়ে আসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, আলমগীর বুধবার রাত ২ টার ফ্লাইটে সৌদি আরব যেতে চেয়েছিলেন। তবে আগে থেকেই বিমানবন্দরে তার ব্যাপারে চিঠি দেওয়া ছিল। এর ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থেকে তাকে আটক করে। আটক আলমগীর মিয়া চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের মৃত আতাব মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে আলমগীর মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৬ জুলাই আলমগীরের ভাই মোনফাসির ওরফে মোবাশ্বির মিয়াকে একই অভিযোগে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
পুলিশ জানায়, মোনফাসির ও তার ভাই আলমগীরকে আসামি করে সম্প্রতি চুনারুঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়ার বাসিন্দা এক কৃষক লীগ নেতা আব্দুল ওদুদ স্বপন। মোনফাসির বিদেশ থেকে ফেসবুকে বাংলাদেশ পুলিশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে জড়িয়ে অশালীন বক্তব্য প্রচার করেন আসছিল । দেশে ফেরার পর গত ৬ জুলাই মোনফাসিরকে গ্রেফতার করে পর দিন আদালতে সোপর্দ করে চুনারুঘাট থানা পুলিশ