শিরোনাম

South east bank ad

সরিষাবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

সারাদিন ব‍্যাপী নানা আয়োজনের মধ‍্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, পৌর কাউন্সিলর শাখাওয়া আলম মুকুলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিকালে তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মোরাদ হাসান এমপি দুস্থদের মাঝে ত্রাণ বিতরন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: