দুর্গাপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
এস.এম রফিক, (দুর্গাপুর) :
জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ‘র উদ্যোগে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জোষ্ঠপুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন (অবঃ) শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সীমিত পরিসওে এ জন্মবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে সর্বস্থরের অংশগ্রহনে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ভার্চুয়াল আলোচনা, গাছের চারা বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা সহ বিভিন্ন রোগে আক্রান্তদের চেক বিতরণ করা হয়।
এ সময় এমপি মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা সারমিন নেলী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদারসহ কর্মরত অফিসার্স, পুলিশ বাহিনী, প্রেসক্লাব, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুরুপ কর্মসুচী দিয়ে পালিত হয় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী।