শিরোনাম

South east bank ad

মুন্সিগঞ্জে ১৮ বছরের উর্ধ্বে কোভিড টিকা রেজিস্ট্রেশন

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ রোধে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যেমে আগামী ৭ আগস্ট সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জে ১৮ বছরের উর্ধ্বে কোভিড টিকা গ্রহণ করা হবে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের তিনটি ওয়ার্ডের শুরু হয়েছে টিকা রেজিস্ট্রেশন। এছাড়া জেলার ৬৮টি ইউনিয়নে চলছে টিকা রেজিস্ট্রেশন এর কার্যক্রম। যারা ১৮ বছরের ঊর্ধ্বে ও জাতীয় পরিচয় পত্র আছে, তারাই এই টিকা গ্রহণ করতে পারবে এমনটাই জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৬৮টি ইউনিয়নে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে ৭ আগস্ট ১৮ বছরের উর্ধ্বে সকলকে টিকা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডে তিনটি টিকা কেন্দ্রে থাকবে। প্রতিটি কেন্দ্রে ২০০টি করে মোট ৬০০ জনকে টিকা দেওয়া হবে। একটি ইউনিয়নে ৬০০ জন করে ৬৮টি ইউনিয়নে ৪০ হাজার ৮০০টি টিকা প্রদান করা হবে। এছাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ২০০ করে মোট ৩ হাজার ৬০০টি টিকা দেওয়া হবে। প্রতিটি টিকা প্রদান কেন্দ্রে ২ জন টিকা স্বাস্থ্যকর্মী ও তিনজন করে স্বেচ্ছাসেবক সদস্য কাজ করবে।

জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশক্রমে স্পেশাল ক্যাম্পেইন ৭ থেকে ১০ আগস্ট করার কথা থাকলেও গতকাল বুধবার সন্ধ্যায় টা পরিবর্তন করে একদিন করা হয়। অর্থাৎ ৭ আগস্ট সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রত্যেকটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার এর দায়িত্বে থাকবেন। আগামী ৭ আগস্ট টিকাদান কর্মসচিতে টিকা প্রদান করবে ৪৪৪ জন টিকা স্বাস্থ্যকর্মী। এছাড়া ৬৬৬ জন স্বেচ্ছাসেবী সদস্য।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: