হালুয়াঘাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
আব্দুল হক লিটন, (হালুয়াঘাট) :
ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভায় স্মৃতিচারণ, সামাজিক দুরত্ব বজায় রেখে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও গির্জা মন্দিরে বিশেষ প্রার্থনা, যুবউন্নয়ন অফিস কর্তৃক চারা বিতরন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জুয়েল আরেং, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, সহকারী কমিশনার ভুমি মোঃ তৌহিদুর রহমান, সার্কেল আমিনুল কবির তরফদার সহ অন্যান্যরা।