আড়াইহাজারের প্রতিটি ইউনিয়নে বসানো হবে টিকা ক্যাম্প
মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
দেশে মহামারী করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সার্বজনীন টিকা প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন সরকার ও স্বাস্থ্য বিভাগ। সেই সূত্র ধরে আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে জাতীয় পরিচয়পত্র ( এনআইডি কার্ড) দেখিয়ে টিকা গ্রহণ করার কার্যক্রম। ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিক স্ব স্ব এনআইডি কার্ড দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে টিকা নিতে পারবেন বলে জানা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে।
আবার দেশে চলমান লকডাউন পাচঁদিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বহাল করা হয়েছে। তাই ১১ আগস্ট থেকে সারাদেশে টিকা কার্ড প্রদান করে দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। যাদের টিকা কার্ড থাকবে কেবল তারাই দোকান খুলতে পারবে বলে সরকার জানান।
আড়াইহাজার উপজেলায়ও সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হবে। এরইমধ্যে ইউনিয়ন পরিষদগুলোতে সরকারি নোটিশ পৌঁছে গেছে। জানানো হয়েছে আগামী ৭ আগস্ট থেকে যারা এনআইডি কার্ড নিয়ে যাবে, তাদরে টিকা প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। ৭ আগস্ট থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেক গ্রামে বা ওয়ার্ডে নির্ধারিত তিন মেয়াদে অর্থাৎ একটি গ্রামের মানুষের জন্য ৩ দিন সময় দেওয়া হবে। দিনে সর্বোচ্চ ২০০ জনকে টিকা প্রদান করা হবে। ৩ দিনে একটি গ্রামে বা ওয়ার্ডে ৬০০ জনকে দেওয়া হবে টিকা। একটি ইউনিয়নে ওয়ার্ড রয়েছে ৯টি। ফলে প্রতিটি ইউনিয়নে এই হিসাব অনুযায়ী মোট টিকা প্রদান করা হবে ৫,৪০০ টি। প্রতিটি ওয়ার্ডে ২/৩ টি টিকা ক্যাম্প বসানো হবে। টিকাদান কর্মসূচি যতদিন চলতে থাকবে ততদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কর্মকর্তা এসে কার্যক্রম শুরু করবে। এনআইডি কার্ডের মাধ্যমে আবেদন ফরম পূরণ করে উক্ত দিনে টিকার প্রথম ডোজ নিয়ে পরবর্তী ডোজের সময় উল্লেখ করা হবে।
ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচি বিষয়ে আমাদেরকে জানান, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কর্মকর্তা সায়েমা ইসলাম ইভা। তিনি বলেন, ' আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী টিকা প্রদান করবো। প্রতিটি ইউনিয়নে বিভক্ত তারিখ অনুযায়ী ওয়ার্ডে সর্বোচ্চ ২০০ টিকা দেওয়া হবে একদিনে। এভাবে ৩ দিনে একটি গ্রামের ৬০০ জনকে টিকা দেওয়া হবে। সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেইভাবে কাজ করবো।'
বিশনন্দী ইউনিয়ন পরিষদের সচিব মজিবুর রহমান আমাদেরকে জানান, ' ইতিমধ্যে আমাদেরকে নোটিশের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সেইসাথে টিকা প্রদান করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিৎ তা আমরা গ্রহণ করতে শুরু করছি। যেদিন থেকে টিকা প্রদান করা হবে, সেদিন সবাইকে মাস্ক পড়ে ও এনআইডি কার্ড সাথে করে নিয়ে আসার অনুরোধ করছি। ' তিনি আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাবধানতা অবলম্বন-ই আমাদের সুস্থ রাখতে সহায়তা প্রদান করবে। তাই সকলে টিকা গ্রহণে যেন আগ্রহ প্রকাশ করেন, এমনটাই তিনি প্রত্যাশা করেন।