ময়মনসিংহে ৩টি চোরাই অটোবাইক উদ্ধার, গ্রেফতার-৩
এইচ এম জোবায়ের হোসাইন
সাম্প্রতিক ময়মনসিংহ অঞ্চলে ব্যাটারি চালিক অটোবাইক চুরি ও ছিনতাইয়ে হিড়িক পড়েছে। ঝেলা ডিবি পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকটি চক্রকে গ্রেফতার করলেও এখনো থামছেইনা অটোবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ৩আগষ্ট রাতে নগরীর দিগারকান্দা এলাকা থেকে ৩টি চোরাই অটোবাইকসহ ৩জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ময়মনসিংহ জেলা গোয়ন্দো শাখা (ডিবি) অফিসার-ইনর্চাজ পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ জানান, এসআই মোঃ আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ নগরীতে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৩ আগষ্ট পৌনে ১২টার দিকে দিগারকান্দা এলাকা থেকে ৩টি চোরাই অটোবাইক উদ্ধার করেছে।
এসময় অটোবাইক চোর সদর উপজেলার পাড়াইল গ্রামের ইদ্রিষ আলীর পূত্র মোঃ ফারুক (৩২), ত্রিশাল উপজেলার দেওয়ানিয়াপাড়া গ্রামের আঃ ছাত্তার মোঃ সুমন মিয়া (২৮)ও আনোয়ার হোসেনের পূত্র মোশারাফ হোসেন (২৫)কে গ্রেফতার করা হয়।
মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামীদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে ৪ আগষ্ট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বিজ্ঞ আদালত ৩জন আসামীকে একদিনের রিমান্ড মুঞ্জুর করেন বলে জানিয়েছেন ডিবি) ওসি ডিবি মোঃ শাহ কামাল আকন্দ।