শিরোনাম

South east bank ad

বরগুনায় নারিকেল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়নের গিলাতলী গ্রামে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে মোঃ ইউনূস (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঘটনাটি বুধবার বিকেল চারটার দিকে বৃদ্ধ ইউনূসের নিজ বাড়ির বাগানে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারিকেল পারতে উঠে অসুস্থ হয়ে পড়লে আর নামতে পারেনি বৃদ্ধ ইউনূস। পরে জরুরী হটলাইন ৯৯৯ এ কল করে বরগুনা ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে ইউনূসকে নামানোর চেষ্টা করলে তাদের গাফিলতির কারণে হাত থেকে পড়ে গিয়ে গাছের সেকরে মাথা লেগে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ করেছেন মৃত ইউনুস এর ছোট ভাই।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা কোন সরঞ্জামাদি না নিয়েই নারিকেল গাছে উঠেন এবং গামছা ও রশি লাগিয়ে এক থেকে দেড় ফিট নামানোর পরেই গামছা ও রশি ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে গাছের শিকড়ে মাথায় চোট পেয়ে কথা বন্ধ হয়ে যায় ইউনূসের। বৃদ্ধ ইউনুস ইশারায় পানি চাইলে পানি খাওয়ানোর পর ওই ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিস কর্মীদের উপর আঙুল তুলেছেন।

এতে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মীকে মেরে আহত করেন স্থানীয়রা। গাছে থাকা একজন ফায়ার সার্ভিস কর্মীকে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন। আহত ৫ ফায়ার সার্ভিস কর্মী বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে রেফার্ড করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপ- সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, বৃদ্ধ ইউনূসকে আমরা উদ্ধার করতে গেলে আমাদের নিয়ম অনুযায়ী ধীরগতিতে নামাতে নামাতে থাকি। স্থানীয় কিছু লোকজন ওই রশি ধরে ছিল তারা দ্রুত নামাতে গিয়ে ধাক্কা লেগে গামছা ও রশি ছিঁড়ে গিয়ে নিচে পড়ে যায়।

তিনি আরো জানান, তাদের ভুল আমাদের ঘাড়ে উঠিয়ে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে আমাদের পাঁচ ফায়ার সার্ভিস কর্মীকে মারধর করে। সকলকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে একজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলাম মুঠোফোনে জানান, বৃদ্ধ ইউনূস এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ক্ষিপ্ত জনতা মারধর করে আহত করেন। এতে বরগুনা ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: