শোকের মাসে মোমবাতি প্রজ্জলন ও দোয়া মাহফিল
মেহের মামুন, (গোপালগঞ্জ ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন ও বঙ্গবন্ধু এবং তার পরিবাররের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধববার (৪ আগষ্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা শ্রমীকলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মোমবাতি প্রজ্জলন, দোয়া মাহফিল, এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমীকলীগের সভাপতি হিরু আলী মীর।
উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামালের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদ রহমান, উপ-দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, শিক্ষা সম্পাদক পারভেজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বরকত খান, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নুর আসাদ মৃধা, সাংবাদিক ছিরু মিয়া, উপজেলা শ্রমীকলীগের যুগ্ম সম্পাদক জাকির মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, শ্রমীকলীগসহ অঙ্গসঙ্গঠনের নের্তৃবৃন্দ।