চিতলমারীতে সাত বছরে শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১
এস এম সামসুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলতলা ইউনিয়নের চিংগুরি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলামকে (৩৫) সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকাল ১০ টায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
চিংগুরি জামে মসজিদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী জানান, প্রতিদিন সকালে ইমাম আমিনুল ইসলাম মসজিদ এলাকার আশে-পাশের এলাকার কিছু শিক্ষার্থীকে পবিত্র কোরআন শিক্ষা দেন। কিন্তু বুধবার সকালে সুযোগ পেয়ে ওই ইমাম এলাকার জনৈক ব্যক্তির সাত বছরের শিশুকে মসজিদের সাথে তার থাকার ঘরে নিয়ে দরজা আটকিয়ে ধর্ষণ চেষ্টা করেণ। এ ঘটনাটি শিশুটি বাড়িতে এসে তার মাকে খুলে বলে।
বিষয়টি জানা-জানি হলে এলাকাবাসি ওই ইমামকে আটক করে পুলিশে দেয়। আটক ইমাম মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের ওমর আলীর ছেলে।
ইমাম আমিনুল ইসলাম বলেন, আমি নিজের মেয়ের মত ওই ছাত্রীকে একটু আদর করেছি। আমার কোন অসৎ উদ্দেশ্য ছিলনা।
চিতলমারী থানার ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন বলেন, অভিযুক্ত ইমাম আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে চিতলমারী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।