একই পরিবারের চার অন্ধকে সহযোগিতা করলেন ইউএনও
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুড়া গ্রামের ফুল মামুনের ৮ সদস্যের এক বড় সংসার তার মাঝে ৪ ছেলের সবাই অন্ধ। এরা হলেন-নাজমুল (২৫) নয়ন আহমেদ (২১) মোফাজ্জল হক (১৮) ও আজিম উদ্দিন (১৩)।
পিতা ফুল মামুন জানান, ঘরে ছেলে সন্তান জন্ম নেওয়ার সময় স্বাভাবিক দৃষ্টি নিয়ে জন্মগ্রহণ করলেও বয়স বাড়ার সাথে সাথে তাদের চোখের সমস্যা বেড়ে যায় ও ধীরে ধীরে চোখ নষ্ট হয়ে যায়।আর্থিক সমস্যার কারনে উন্নতমানের কোন চিকিৎসা করাতে পারছেনা।অন্ধ ৪ ছেলের দুই জনের প্রতিবন্ধী ভাতার কার্ড হলেও বাকি দুই জনের কার্ড এখনো হয়নি।এমন অবস্থায় চরম দুর্ভোগ ও কষ্টে দিন যাচ্ছে তাদের।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা বলেন, ফুল মামুনের ৮ সদস্যের পরিবারের ৪ ছেলেই অন্ধ। এমন খবর পেয়ে তাৎক্ষনিক আমি উপজেলা সমাজসেবা অফিসার এর মাধ্যমে বাকি অন্ধ দুই ছেলের নামে প্রতিবন্ধী কার্ড ও তাদের লেখাপড়ার উপকরণের ব্যবস্থা করে দিয়েছি। বিষয়টি খুব বেদনাদায়ক। উপজেলা প্রশাসনের মাধ্যমে অন্ধ ৪ ভাইকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।