শিরোনাম

South east bank ad

বিধিনিষেধ উপেক্ষা করে গরু হাট, পরিদর্শনে ম্যাজিস্টেট

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :

সরকার ঘোষিত লকডাউন কার্যকর ও বিধিনিষেধ পালনে কার্যকর ভূমিকা পালন করতে বলা হলেও দেশের বিভিন্ন স্থানে উপেক্ষিত হচ্ছে নিয়মনীতি। পালন করা হচ্ছে না সরকার আরোপিত বিধিনিষেধ। নেই কোনো স্বাস্থ্য সচেতনতা। ফলে লকডাউন কার্যকর ব্যাহত হচ্ছে সেসব এলাকায় বা স্থানে।

আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বসানো হয়েছে গরু হাট। প্রতি বুধবার সাপ্তাহিক হাট জমে এখানে। আরোপিত বিধিনিষেধ অমান্য করে গর নিয়ে হাট বসিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। গরু কিনতে হাটে জড়ো হচ্ছে মানুষজন। কারো মুখে নেই মাস্ক।

স্বাস্থ্য ঝুঁকি নিয়ে হাটে মানুষজনের এমন খবর শুনে তৎক্ষনাৎ সেখানে পৌঁছে যান আড়াইহাজার উপজেলা ম্যাজিস্টেট ( ভূমি) জনাব উজ্জ্বল হোসেন।
একপর্যায়ে হাট পরিদর্শন করে তিনি হাট ভেঙে দেন। অমান্যকারীদের সতর্ক করে বলা হয়, সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোনোপ্রকার হাট বসানো যাবে না।

হাট পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্টেট ( ভূমি) উজ্জ্বল হোসেনের সাথে ছিলেন বিশনন্দী ইউনিয়ন পরিষদের সচিব জনাব মজিবুর রহমান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: