শিরোনাম

South east bank ad

দৌলতখানে টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়নে সভা

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ মিরাজ হোসাইন, (দৌলতখান) :

ভোলার দৌলতখানে কোভিড-১৯ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সাইনো ফার্ম’র ভ্যাকসিন দেয়া শুরু হবে আগামী ৭ আগস্ট। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে বুধবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ভ্যাকসিন প্রদান কার্যক্রম আগামী ৭ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: