শিরোনাম

South east bank ad

এএম কলেজে করোনার নমুনা সংগ্রহের বুথ চালু

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ব্যাপক ভীড় পরিলক্ষিত হওয়ায় সরকারি আনন্দ মোহন কলেজে আরো একটি বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার ৪ আগষ্ট সকাল ১০ থেকে নতুন বুথে করোনা উপসর্গধারীদের নমুনা নেয়া শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক। এর মাধ্যমে ময়মনসিংহবাসীর একটি অন্যতম দাবী পূরণ হলো।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ পরীক্ষিত কুমার পাড় জানান, সরকারি আনন্দ মোহন কলেজে স্থাপিত বুথে করোনা ভাইরাসের আরো বেশী সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা করা যাবে। তিনি এই বুথে নমুনা দেয়ার জন্য নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন।

নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে সরকারি আনন্দ মোহন কলেজে করোনার নমুনা সংগ্রহের আরো একটি বুথ স্থাপন প্রশাসনের একটি সময়োযোগী সিদ্ধান্ত। এছাড়াও আরো কয়েকটি বুথ স্থাপন করা প্রয়োজন। বুথ স্থাপন করায় প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) ময়মনসিংহ জেলা শাখা এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন ময়মনসিংহ জেলার সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডা: হরিশংকর দাশ ও সাধারণ সম্পাদক ডা: এইচ এ গোলন্দাজ তারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: