দুর্গাপুর পৌরসভার মাস্ক বিতরণ
এস.এম রফিক, (দুর্গাপুর) :
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য গনসচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক বিতরণ কার্যক্রম চালু রেখেছেন দুর্গাপুর পৌরসভা। মঙ্গলবার ৩ আগস্ট শিবগঞ্জ বাজার সহ ৮ও ৯নং ওয়ার্ডে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য গনসচেতনতামূলক প্রচারণা এবং ১ হাজার ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করেণ দুর্গাপুর পৌরসভা।
এ সময় ওই ওয়ার্ড গুলোর কাউন্সিলর, সহকারী প্রকোশলী নওশাদ আলম,অন্য ওয়ার্ডের কাউন্সিলরসহ অফিস স্টাফগন উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেণে।
এর আগে ২ আগস্ট সোমবার ৩,৪,৫নং ওয়ার্ডে অনুরোপ কার্যক্রম পরিচালনা করেণ তারা। পুলিশ সদস্যরাও তাদের কার্যক্রমে সহযোগিতা করেণ।