শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে মাদকসহ এ্যাম্বুলেন্স চালক আটক

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :

পঞ্চগড়ে এ্যাম্বুলেন্স থেকে ৬০ পিছ নেশা জাতীয় ইনজেকশন অ্যাম্পলসহ চালককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। মঙ্গলবার (৩আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার উত্তর মিঠাপুকুর এলাকায় মাদকসহ জামিল খান (৩২) ও ব্যবহৃরিত একটি এ্যাম্বুলেন্স আটক করেন। আটক জামিল পঞ্চগড় শহরস্থ পূর্ব ইসলামবাগ এলাকার মৃত রজব আলীর পুত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে সরকারি শিশু পরিবার অফিসের পশ্চিমে মাদকদ্রব্য ক্রয় -বিক্রয় কালে ৬০ পিছ নেশা জাতীয় ইনজেকশন অ্যাম্পল উদ্ধার করা হয়। আটক করা হয় একজনকে। সে মাদক সেবী ও ব্যবসায়ী। এসময় মাদকদ্রব্যের জন্য ব্যবহৃরিত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

জানা যায়, আটককৃত জামিল খানের নামে ইতি পূর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। জব্দকৃত এ্যাম্বু্লেন্সটি মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন ১৬৬০ এর নিজস্ব সম্পত্তি নামে পরিচালিত।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এ্যাম্বুলেন্সটি জব্দ করে, আটক ওই ব্যক্তির নামে মামলা করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: