পৃথক অভিযানে মহিলাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইস্কফ সহ দুই মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে কাশিম নগর ফাঁড়ি পুলিশ।
গত সোমবার রাতে কাশিম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ, উপজেলার মনতলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়নের সস্তামুড়া গ্রামের মুসা মিয়ার স্ত্রী রাহেলা বেগম (২৬) কে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। এরপর অন্য এক অভিযানে এক ই ইউনিয়নের সন্তাষপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুল মুমিনের ছেলে রফিকুল ইসলাম (৪১) কে ৩৫ বোতল ইস্কফ সহ গ্রেফতার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।