যৌন নিপীড়নের অভিযোগে তরুণ গ্রেপ্তার
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোণার মদনে গৃহবধূ (১৯) কে যৌন নিপীড়ন করায় আনোয়ার হোসেন (২১) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। আনোয়ার কে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে নেত্রকোণা আদালতে প্রেরণ করেছে মদন থানার পুলিশ। সোমবার রাতে আনোয়ার হোসেন কে আসামি করে থানায় এ মামলা দায়ের করে ভুক্তভোগী গৃহবধূ। অভিযুক্ত আনোয়ার হোসেন নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জাওলা গ্রামের ছাবেদ আলীর ছেলে আনোয়ার ও তরুণী সম্পর্কে চাচাতো ভাই-বোন। ৩ বছর আগে তাদের দুই জনের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি দুই পরিবাররে লোকজন জেনে যাওয়ায় ২০১৯ সালে ওই মেয়েকে পাশের উপজেলা কেন্দুয়ায় বিয়ে দেয়। আনোয়ার বিয়ের প্রলোভন দেওয়ায় ওই গৃহবধূ স্বামীর সংসার ছেড়ে নিজ বাড়িতে চলে আসে। এ নিয়ে এলাকায় কয়েক দফা শালিসী বৈঠক হলেও কোনো মীমাংসা হয়নি। গতকাল সোমবার সকালে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে তার মামা একই গ্রামের হেলিম মিয়ার বাড়িতে যায় আনোয়ার। তখন ওই গৃহবধূকে যৌন নিপীড়ন করলে আনোয়ার কে ঘরে আটকে রেখে মদন থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে গৃহবধূ মামলা দায়ের করলে মঙ্গলবার দুপুরে নেত্রকোণা আদালতে প্রেরণ করেন।
অভিযুক্ত আনোয়র বলেন, ৩ বছর আগে তার (গৃহবধূর) সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। অন্য জায়গায় বিয়ে হওয়ার পর আমি তাকে ভুলে গেছি। স্বামীর সংসার ছেড়ে বাড়িতে চলে আসার পর থেকে আমাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছে। সোমবার সকালে তার মামার বাড়িতে যাওয়ার পর আমাকে আটক করে থানায় দিয়েছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েল জানান, বিষয়টি নিয়ে এলাকায় একাধিক শালিসী বৈঠক হয়েছে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। শুনেছি ছেলেটি কে আটক করে থানায় দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম জানান, এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে আনোয়ার কে আসামি করে যৌন নিপীড়ন আইনে সোমবার রাতে থানায় মামলা করেছে। অভিযুক্ত আনোয়ারকে গেপ্তার করে মঙ্গলবার নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।