দীর্ঘদিন পরে বরগুনার আকাশে সূর্যের আলো
এম.এস রিয়াদ, (বরগুনা) :
"বৃষ্টি মানেই চায়ের আসর, বেসুরো সব গান,লন্ঠনের মৃদু আলোয় আশঙ্কাময় প্রান। ঘন কালো মেঘের ভেলায় আধার নামে পটে, মাঝিহীন নৌকারা সব বাধা থাকে ঘাটে। 'কচুপাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে বৃষ্টিশেষের স্নিগ্ধ আকাশ ; হাতটা রেখো হাতে'।"
দীর্ঘদিনের চায়ের আড্ডা, গান, মৃদু আলো, কালো মেঘ, মাঝি বিহীন ঘাঁটে বাধা নৌকা সবই আবার আগের মতো চলতে শুরু করেছে। প্রিয়ার সাথে বৃষ্টিতে ভেজা বন্ধ করে হাতটি ছাড়িয়ে আবার কাজে মন বসিয়েছে সকলেই।
দীর্ঘদিন পরে বরগুনার আকাশে সূর্যের আলো দেখা গেছে। এ যেনো এক অমাবষ্মার চাঁদ পাওয়ার মতো। ফিরেছে কাজের গতি। স্বস্তি এসেছে জীবনের মাঝে। আবারও ঝড়ছে শরীর থেকে টপটপ করে ঘাম।
একেতো করোনায় আয় রোজগারে মন্দা। অন্যদিকে ছিল টানা বৃষ্টি। জোয়ারের পানিতে তলিয়ে ছিল গ্রাম থেকে শহর। করোনায় কঠোর বিধিনিষেধের মধ্য যেটুকু সময় মিলবে, হয়তো রোদের আলোয় রোজগারের পথটা একটু হলেও আবার খুলবে। দৈনিক আয়ের মানুষের মুখে একটু হলেও স্বস্তি এসেছে, একটু হলেও হাসি মিলেছে।