শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে মানব সম্পদ উন্নয়ন শীর্ষক কর্মশালা শুরু

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ) :

যুবকদের কর্মসংস্থান সৃস্টি ও মানুষদের জীবনমান উন্নয়নে, মানবসম্পদ ব্যবস্থাপনা, দক্ষতা অর্জনের জন্য মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপি মানব সম্পদ উন্নয়ন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই কর্মশালা উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াসুর রহমান। প্রশিক্ষণ সমন্বয়কারি হিসেবে মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।

এলজিএসপি ৩ এর অর্থায়নে মুকসুদপুর উপজেলার ৩০ জন যুবক কে মোবাইল সার্ভিসিং এর উপরে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। মোবাইল সার্ভিসিং এর উপরে ৭ দিন এ কর্মশালা চলবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: