শিরোনাম

South east bank ad

আনোয়ারায় পানির নিচে আমনের বীজতলা

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম. জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

একদিকে প্রবল জোয়ারের পানি এবং অন্যদিকে গত সপ্তাহে মুষলধারে বৃষ্টি। এই দুইয়ের মধ্যে আনোয়ারা উপজেলার অধিকাংশ এলাকায় আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে হাঁটু ডুবে যাওয়ায় বীজতলাগুলো ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে।
আমন বীজ সংকটের আশঙ্কায় কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কারণ গত সপ্তাহের শুরুতে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি এখনও থামেনি।

উপজেলা কৃষি বিভাগের মতে, এ বছর ৬ হাজার ৯শ ৫০ হেক্টর জমির জন্য ৫৩০ হেক্টর বীজ বপন করা হয়েছে।

নিম্নচাপের কারণে জলাবদ্ধতার কারণে উপজেলার প্রায় ২০০ হেক্টর বীজতলা সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। তবে কৃষকদের মতে, প্রায় ৩০০ হেক্টর বীজতলা তলিয়ে গেছে। যদি বৃষ্টি আরও দীর্ঘায়িত হয়, তাহলে পুরো বীজতলার ক্ষতির আশঙ্কা থাকে।

ক্রমাগত বৃষ্টির কারণে যেসব এলাকায় বীজতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো হল হাইলধর, বারখাইন, আনোয়ারা, রায়পুর, জুইদণ্ডি। আজ বৃষ্টি না থামলে বীজতলা বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এদিকে, স্থানীয় কৃষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বীজতলা ক্ষতিগ্রস্ত হলে আমন বীজে চরম সংকট দেখা দেবে।

উপজেলার হাইলধর গ্রামের কৃষক জিহান বলেন, কোরবানির আগে আমি দুই কাঠি ধানের বীজ রোপণ করেছি। পরদিন আমি গিয়ে দেখলাম বীজতলা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। আমন লাগানোর জন্য এখন আপনাকে নতুন বীজ কিনতে হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, উচ্চ ফলনশীল আমনের ২০ থেকে ২৫ জাত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
আমনের বীজ ১৫ দিনের জন্য পানির নিচে থাকলেও বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা কম। যেহেতু অবিরাম বৃষ্টি হচ্ছে তাই বীজতলা থেকে পানি না নামা পর্যন্ত কিছুই বলা যাবে না।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: