রাজবাড়ীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকা থেকে ৩শত ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, মাটিপাড়া গ্রামের মৃত আব্দুল রহিম ভুইয়ার ছেলে মোঃ সুমন ভুইয়া (৩২) ও মৃত আব্দুস ছামাদ বিশ্বাসের ছেলে মোঃ নাজির বিশ্বাস (৩০) এবং দক্ষিণ মাটিপাড়া গ্রামের মোঃ আব্দুল মালেক শেখের ছেলে মোঃ শাহিন শেখ (২৪)।
রাজবাড়ী সদর থানার এসআই আতিয়ার রহমান জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে রাত গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে থানার এসআই সোহেল রানা ও সহ পুলিশের একটি টিম রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজার এলাকার সুমন বিশ্বাসের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় ৩জন মাদক ব্যবসায়ী কে ৩শত পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় (১ আগস্ট) রবিবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।