পঞ্চগড়ে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
পঞ্চগড়ে করোনা ভাইরাসে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। রোববার (১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন ৬০ জন অসহায় দুস্থ্যদের মাঝে উপহার সামগ্রী হাতে তুলে দেয়া হয়।