বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত বরগুনা শহর
এম.এস রিয়াদ, (বরগুনা)
দীর্ঘদিনের টানা বর্ষণ ও জোয়ারের পানিতে আবারো বরগুনা শহর প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। সড়কে থাকা খানা-খোন্দলের কারণে দু একটি দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। এতে শহর জীবনে নেমে এসেছে এক অমানিশা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে শহরের কসমেটিক্স পট্টি, কলেজ রোড, ব্রাঞ্চ রোড, ব্যাংক কলোনী, চরকলোনী, উকিল পট্টি, থানা পাড়াসহ মাঠ-ঘাট অতি বর্ষণে ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে বন্ধ হয়ে আছে চলার পথ।
থানা পাড়া এলাকার বাসিন্দা মাহবুবুল আলম মান্নু বলেন, কেবল অতিবৃষ্টিতেই নয়, এর আগেও জোয়ারের পানিতে শহরের বিভিন্ন অলিগলি প্লাবিত হয়েছে।
তিনি আরও বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি। এ সমস্যা থেকে উত্তরণ পেতে প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা।