বকশীগঞ্জে মাস্ক না থাকায় ৪০টি মামলায় জরিমানা
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জে লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে লকডাউনের দশম দিনে উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না থাকায় ৪০ টি মামলায় ১৭ হাজার তিনশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ১ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস অভিযান পরিচালনা করে সংক্রমণ প্রতিরোধ আইনে ৪০ টি মামলায় ১৭ হাজার তিনশ টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, অপ্রয়োজনে বাইরে বের হওয়া, দোকান খোলা রাখা ও মাস্ক না পড়ায় সংক্রমণ প্রতিরোধ আইনের ২৬৯ ধারায় ৪০ টি মামলায় ১৭,৩০০/- টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিজিবি সদস্যরা।