মাধবপুরে বিধি নিষেধ অমান্য করায় বিয়েতে জরিমানা
শেখ জাহান রনি, (মাধবপুর)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে লকডাউনে বিধি নিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে কর্তৃক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার বুল্লা ইউনিয়নে বুল্লা গ্রামে জালু মিয়ার ছেলে খোকন মিয়ার বিয়ের বৌভাত অনুষ্ঠান আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বৌভাতের খাবার সামগ্রী এতিম খানায় পাঠিয়ে দেয়া হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত লকডাউন বাস্তবায়নের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।