মেলান্দহে কৃষক খুন, আটক-৫
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের মেলান্দহে ৬ বিঘা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেড় ধরে জাহাঙ্গীর আলম (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্ব দাঘী গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা জানান।
নিহতের ভাগিনা মো: মহিবুল্লাহ জানান, কৃষি ও বসত ভিটার ৬ বিঘা জমি নিয়ে কৃষক জাহাঙ্গীর আলমের সাথে প্রতিবেশী মৃত নবীন মোল্লার ছেলে রফিকুল, শফিকুল ও তাদের স্বজনদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এই জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। আজ সোমবার বিকেলে বাড়ির একটু সামনের জমিতে কাজ করতে যায় জাহাঙ্গীর আলম।
মো: মহিবুল্লাহ আরো জানান, এ সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে সেই জমির পাশে আগে থেকেই ২০ থেকে ২৫ জন অবস্থান নিয়ে ছিলো। জাহাঙ্গীর আলম জমিতে পৌছার সাথে সাথে অতর্কিত হামলা চালায় তারা। তারা মহিলা পুরুষ সকলে মিলে জাহাঙ্গীর আলমকে কুপিয়ে মাঠে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে স্বজনরা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতলে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত জাহাঙ্গীর আলম ২ ছেলে সন্তানের জনক বলে জানান স্বজনরা।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মঈনুল ইসলাম বলেন, “জাহাঙ্গীর আলমের মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে সেই গ্রামে গিয়েছে পুলিশ। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনিই। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ”