টাঙ্গাইলে লকডাউন বাস্তবায়নে পুলিশের মহড়া
টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন করতে মহড়া চালায় পুলিশ। রোববার সখীপুর ঢাকা সড়কের তক্তারচালা থেকে বহেড়াতৈল বাজার পর্যন্ত এ মহড়া চলানো হয়। এতে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ সখীপুর থানার উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবলরা অংশ নেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, চলমান লকডাউনের মধ্যে নির্ধারিত সময়ের পর কেউ যাতে দোকানপাট না খোলে বা অকারনে বাহিরে না আসতে পারে সে জন্যই পুলিশের এ মহড়া। যতোদিন লকডাউন থাকবে ততোদিন এ মহড়া চলবে।