ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে করোনায় মৃত ব্যক্তির দাহ সম্পন্ন
ফরিদপুরে করোনায় মারা যাওয়া বিপ্লব কুমার সাহা (৫৫) নামের এক ব্যক্তির লাশ দাহ করেন পুলিশ সদস্যরা। শনিবার ২৪ জুলাই মৃত্যুবরণকারী এই ব্যক্তির লাশ দাহ করে ফরিদপুর জেলা পুলিশের একটি দল।
ফরিদপুর ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাসিন্দা বিপ্লব কুমার সাহা করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিপ্লব কুমার সাহার দুই কন্য রয়েছে। কোনো ছেলে সন্তান না থাকায় সৎকার নিয়ে সমস্যায় পড়ে পরিবারটি। তাছাড়া গ্রামের কেউ ভয়ে সৎকারে এগিয়ে না আসায় পুলিশের সরণাপন্ন হয় পরিবার।
এরপর পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নির্দেশে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল মৃতের বাড়িতে উপস্থিত হয়। পরে তারা বিপ্লব কুমার সাহাকে লক্ষ্মীদাসের হাট সংলগ্ন শ্মশানে সৎকার করেন।