গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবুল কাশেমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এইচ কবীর টিটো (গফরগাঁও):
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের নেওকা নতুনবাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, ময়মনসিংহ বিভাগের ভিপি শাহ মোঃ মাজহারুল ইসলাম কামাল এর পিতা শাহ মোঃ আবুল কাশেমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে পাগলা থানার পাইথল ইউনিয়নের নেওকা নতুনবাজার জামে মসজিদের সন্মুখে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ তাজুল ইসলাম, পাগলা থানার পুলিশ ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, নাসির উদ্দিন মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শনিবার (২৪ জুলাই) ভোর ৪ টায় ঢাকায় ধানমন্ডির সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবুল কাশেম করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।