হারিয়ে যাওয়া রুবেলের পরিবারকে খুঁজছে পুলিশ
এইচ এম জোবায়ের হোসাইন
রুবেল (১২) নামে এক শিশু বড় ভাই মারধর করায় বাড়ি থেকে বেরিয়ে এসছে। গত তিন দিন আগে ঢাকা থেকে সে একটি বাসে চড়ে ময়মনসিংহে এসেছে। দুই দিন ধরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় ছিল। বিষয়টি জানতে পেরে কয়েকজন স্বেচ্ছাসেবী যুবক তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে এসেছেন। বর্তমানে রুবেলের পরিবারকে খুঁজছে পুলিশ।
শনিবার (২৪ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানায় গিয়ে কথা হয় রুবেলের সঙ্গে। সে জানায়, রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় তার বাসা। তার বাবার নাম মো. আসলাম। গত ২২ জুলাই ওই এলাকা থেকে সে রাগ করে পালিয়ে আসে।
এহসান আহমেদ হৃদয় নামে স্বেচ্ছাসেবী এক যুবক বলেন, ছেলেটিকে সকাল ১০টার দিকে সি.কে ঘোষ রোড এলাকায় আমরা পাই। সে প্রথমে খাবার চায়। পরে তার সঙ্গে কথা বলে বুঝতে পারি সে হারিয়ে গেছে। খাওয়ানোর পর আরও কথা বলে জানতে পারি যে, তার পরিবার রয়েছে। তার বাবা রিকশাচালক ও মা অন্যের বাসায় কাজ করে। কোনো কারণে তার ভাই তাকে মারধর করে। এতে সে রাগ করে বাড়ি থেকে চলে আসে। পরে দুই দিন ধরে ময়মনসিংহেই আছে।
আরেক স্বেচ্ছাসেবী যুবক রায়হান আকন্দ বলেন, এ ব্যাপারে ফেসবুকে একটা পোস্ট দেখার পর কয়েকজন মিলে তাকে থানায় নিয়ে আসি। তারপর পুলিশ সকল তথ্য নিয়ে মিরপুর থানায় যোগাযোগ করে তার পরিবারের সন্ধানের চেষ্টা করছে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, যে ছেলেটিকে পাওয়া গেছে সে তার ঠিকানা মিরপুর বলছে। আমরা মিরপুর থানায় যোগাযোগ করেছি। ওই থানার মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়েও যদি তার পরিবারের সন্ধান পাই তাহলে তাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।