দুর্গাপুরে তেইশ ঘণ্টা পর উদ্ধার হলো শিশুর মরদেহ
এস.এম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দক্ষিন ভবানীপুর এলাকায় সোমেশ্বরী নদীতে অন্যান্যদের সাথে গোসল করতে নেমে ওয়াজিব হোসেন (৫) নামে এক শিশু নিঁখোজ হয়। ঘটনার তেইশ ঘন্টা পর বাড়ইপাড়া নামক স্থান থেকে উদ্ধার করা হয় ঐ শিশুর লাশ। ওয়াজিব ঐ এলাকার দুঃখু মিয়ার ছেলে।
এ নিয়ে সরেজমিনে গিয়ে জানা গেছে, শুক্রবার বিকেলে সোমেশ্বরী নদীতে অন্যান্যদের সাথে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দল রাত পর্যন্ত উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে শনিবার ভোর থেকে ফায়ার সার্ভিস ও ময়মনসিংহের ডুবুরী দল উদ্ধার চালালে দুপুর দুইটার দিকে বাড়ইপাড়া নামক স্থানে ভেসে ওঠে ঐ শিশুর লাশ।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের সহায়তায় প্রায় তেইশ ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর ভেসে ওঠে শিশু ওয়াজিব এর লাশ। এতে কোন অভিযোগ না থাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. এমরোজ হোসেন ও জেলা পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম সহ স্থানীয় গ্যন্যমান্যদের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে শিশুটির লাশ বাড়িতে আনার পর পরিবার সহ এলাকায় বইছে শোকের মাতম।