জামালপুরে নতুন করে করোনা শনাক্ত ২৫ জন
শামীম আলম, (জামালপুর)
জামালপুর জেলায় করোনা সংক্রমণের সংখ্যা গত পাঁচ দিন থেকে টানা নিম্নমুখী, যেটা জেলার বাসী স্বস্তির বার্তা বলে মনে করছে। এছাড়াও গড় মুত্যুর সংখ্যাও কমে গেছে। তবে সংখ্যা কমলেও শনাক্তের শতকরা হার বেড়ে গেছে। এদিকে গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ২১.৬৯শতাংশ থেকে বেড়ে ২৭.৭৭ শতাংশ হয়েছে । নতুন করে একদিনে ২৫জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়।
জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ৯০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিরা সকলেই করোনা উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এছাড়াও করোনা শনাক্ত হয়েছে সদরে ২০ সরিষাবাড়ি ১, মেলান্দহ ৩, ইসলামপুরে ১জনের । জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০০০জন, মোট সুস্থ ৩৩৯৬জন, মোট মৃত্যু ৭৭জন। রেফার্ড ৪১জন।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ১৯জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯জন ও ঢাকায় ৫জন রয়েছে। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪৮৪জন রোগী।
জামালপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা, মো, মাহফুজুর রহমান সোহান জানান, টানা শনাক্ত কমার কারন, গত কয়দিন আগে ইদ এখন কঠোর বিধিনিষেধ চলার কারনে মানুষ এখন অনেকাংশে ঘর মুখী, যে কারনে নমুনা কম আসছে। নমুনা কম থাকায় শনাক্তের সংখ্যা কম হচ্ছে। ইদ এবং লকডাউনের রেশ কেটে গেলে হয়ত নমুনা সংগ্রহের সংখ্যা বেড়ে যাবে।তখন প্রকৃত শনাক্তের তথ্য বুঝা যাবে।