শিরোনাম

South east bank ad

সিইপিজেড বন্ধ থাকলেও সকাল থেকে শ্রমিকদের ভিড়

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

পূর্ব ঘোষণা অনুযায়ী ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এই বিধিনিষেধের ফলে বন্ধ রয়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড)। সিইপিজেড বন্ধ থাকলেও শনিবার (২৪ জুলাই) সকাল থেকে এর প্রবেশ মুখে ভিড় করেছে পাঁচশতাধিক শ্রমিক। কিন্তু তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি সিইপিজেড কর্তৃপক্ষ।

শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের বিষয়ে তাদের আগে থেকে জানানো হয় নি। তাই তারা কাজে যোগ দিতে সকাল থেকে কারখানায় এসেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, বন্ধের ঘোষণা না দেওয়ায় আমি অনেক কষ্টে কাজে যোগ দিতে এসেছি। কিন্তু গেটে এসে দেখি আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না।

এ বিষয়ে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল চট্টগ্রামের (বেপজা) জেনারেল ম্যানেজার মশিউদ্দীন বিন মেজবাহ বলেন, শ্রমিকরা মনে করেছে সরকার কোনো পূর্ণ সিদ্ধান্ত দেয়নি। কিন্তু আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারখানা বন্ধ রেখেছি। কাজেই আমরা তাদের ভেতরে প্রবেশ করতে দিতে পারিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: