শিরোনাম

South east bank ad

প্রত্যন্ত অঞ্চলে ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :

ইন্টারনেট দূর্বল, বিদ্যুৎ নেই, উদ্যোক্তা নেই, প্রিন্টার সমস্যা নানাবিধ জটিলতার জন্য ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে সেবা পাওয়া দু:স্কর। একই সমস্যা গ্রামগঞ্জের হাট বাজারের দোকানগুলোতেও। গ্রামের অবলা, নারী-পুরুষ এত কিছু সহজে বুঝে না, তাই তারা কোভিট- ১৯ এর মতো জটিল রোগে ভুগছেন, অনেকে মারাও যাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে গ্রামেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম যিনি বাংলাদেশ কাস্টমস, এডিশনাল কমিশনার হিসাবে কর্মরত আছেন। প্রথমবার তিনি একা পরবর্তীতে স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন রোগের ভয়াবহতা। করোনা থেকে সুস্থ হয়ে রোগ প্রতিরোধে মানুষকে সহযোগিতা করতে উদ্যোগ গ্রহণ করেন মানব দরদী ড. তাজুল। করোনার এন্টিবডি তৈরি করতে টিকার কোন বিকল্প নেই। টিকা নেওয়ার পূববর্তী প্রধান শর্ত হচ্ছে রেজিস্ট্রেশন। আর সেই রেজিস্ট্রেশনেও রয়েছে ভোগান্তি। সেই ভোগান্তি লাঘবে আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরীক্ষামুলকভাবে আয়োজন করা হয়েছে ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম। ২৪-২৬ জুলাই প্রতিদিন সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আছিম পাটুলী ইউনিয়নের ত্রিশ/ তদুর্ধ্ব পুরুষ/মহিলাগণ ফ্রি রেজি: করতে পারবেন। তার জন্য সাথে আনতে হবে আইডি কার্ড ও সচল মোবাইল। প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবী, ল্যাপটপ, প্রিন্টার, ওয়াই-ফাই, বিদ্যুৎ সহ সকল সুবিধা রয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ফ্রি নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে উদ্যোক্তা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের টিকা প্রদানের জন্য পরীক্ষামুলকভাবে ফ্রি রেজি: কার্যক্রম চালু করা হল। প্রত্যন্ত দূরবর্তী অঞ্চল থেকে উপজেলা সদরে গিয়ে যে সেবাটি নেয়া আমাদের জন্য দুঃসাধ্য ছিল, সেটি মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। সচেতন এলাকাবাসীর সহযোগিতায় সফল হলে কর্মসূচিটি ফুলবাড়িয়া উপজেলার অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। নিবন্ধন শেষে আছিম ইউনিয়ন পরিষদ কার্যালয়েই টিকা প্রদানের ব্যবস্থা করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: