চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার কর্তৃক বিদেশ যাত্রীর হারানো মালামাল হস্তান্তর
চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এর সার্বিক দিক নির্দেশনায় ও চট্টগ্রাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সারওয়ার আলম এর তত্ত্ববধানে গত ২২/০৭/২০২১ইং তারিখ ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ‘ক’ বগি থেকে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় বিদেশফেরত ০১জন যাত্রীর ফেলে যাওয়া ০২টি খাকী রংয়ের কাগজের সাদা পলিথিন সাদা স্কটটেপ দ্বারা মোড়ানো কার্টন, ০১টি সাদা প্লাস্টিকের শপিং ব্যাগ, যার মধ্যে ব্যবহৃত কাপড়-চোপড় ও কাগজপত্র আছে, ০১টি কালো চেইনযুক্ত শপিং ব্যাগ, যার মধ্যে ০১টি সোলার প্যানেল, সোলার লাইট, ০২টি হাত লাইট, চকলেটের প্যাকেট, ০১টি কম্বলের খালী প্যাকেট, ০১টি চেইন খোলা লাল কালো ট্রাভেল ব্যাগ, যার মধ্যে ০১টি পাতলা কম্বল ও ব্যবহৃত পরিহিত কাপড়-চোপড় পাওয়া যায়। যা পেয়ে চট্টগ্রাম স্টেশনের কুলি আরএনবি সদস্য কর্তৃক প্লাটফরম স্টেশন মাস্টারকে জানলে, পিএসএম প্লাটফরম ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ) সোহরাব হোসেনকে মোবাইলে ঘটনার বর্ণনা দিলে তিনি ঘটনাস্থলে দ্রুত হাজির হন এবং মালিকবিহীন ব্যাগের প্রকৃত মালিকানা অনুসন্ধানের জন্য থানায় যাচাই বাছাই শুরু করেন। যাত্রীর মানিব্যাগে থাকা এনআইডি কার্ড ও মোবাইল নাম্বারের সূত্র ধরে যোগাযোগ করে ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর থানার সহযোগীতায় যাচাই-বাছাই করে উক্ত মালামালের প্রকৃত মালিক মোঃ ফারুক ভূঁইয়াকে পাওয়া যায়। পরে তাকে থানায় এসে তার মালামাল বুঝিয়া নিয়া যাওয়ার জন্য বলা হয়। মোঃ ফারুক ভূঁইয়া আজ থানায় হাজির হলে পুলিশ সুপার হাছান চৌধুরী, চট্টগ্রাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ যাচাই বাছাই করে দেখতে পান যে মালামালের প্রকৃত মালিক মোঃ ফারুক ভূঁইয়া। পরবর্তীতে নিয়ম মোতাবেক মালামাল সকলের উপস্থিতিতে মোঃ ফারুক ভূঁইয়ার নিকট হস্তান্তর করা হয়। উক্ত বিষয়ে হারানো মালামালের মালিক ফারুক ভুইয়া তার সকল মালামাল ফেরত পেয়ে অত্যন্ত খুশি হন এবং সকলের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানান। উক্ত ঘটনায় বিদেশী যাত্রীর কষ্টার্জিত অর্থে কেনা মালামাল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও বুঝায়ে দিতে পেরে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তী উজ্জ্বল হয়েছে।