লকডাউনেও টাঙ্গাইলে বিনোদন কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড়!
মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল):
ঈদ পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি না মেনে বিনোদনপ্রেমিদের টাঙ্গাইলে কয়েকটি বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন চলমান থাকলেও বিনোদন কেন্দ্রগুলো অধিকাংশেই তদারকি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনেই বিনোদন কেন্দ্রগুলোতে অনায়াসে চলছে শত শত মানুষ। এতে করোনা ঝুঁকির শঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায় গতকাল শুক্রবার টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া, কালিহাতী উপজেলার বঙ্গবন্ধুসেতু সংলগ্ন গড়িলাবাড়ি, যমুনার নিউ ধলেশ^রীর মোহনায় বেলটিয়া, আলীপুর, ঘাটাইল উপজেলার দেওপাড়া-ধলাপাড়া সড়কে কাটাখালী এলাকায় বিনোদন প্রেমিদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে । স্বাধ্যবিধি না মেনে এসব এলাকায় শ’ শ’ নারী-পুরুষ ভিড় করছে। কেউ নৌকা ভাড়া নিয়ে আবার কেউ তীরে দাঁড়িয়ে যমুনার আগ্রাসী রূপ প্রত্যক্ষ করছে। আর বাসাইলের বাসুলিয়া বিলে নৌকা নিয়ে উচ্চস্বরে গান ও মিউজিকের তালে তালে চলছে উদ্দ্যাম নৃত্য।
জানাযায় এর আগে গত বৃহস্পতিবার এই বাসুলিয়া বিলে নৌকা নিয়ে পিকনিকে নাচানাচি ৩৮জন যাত্রী নিয়ে একটি নৌকা তলিয়ে যায়। যদিও এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। অপর দিকে দেওপাড়া-ধলাপাড়া সড়কের কাটাখালীতে রীতিমত পসরা সাজিয়ে ২০ টাকার টিকিটের মাধ্যমে কফি হাউজে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে করোনা ঝুঁকির মধ্যে পরছেন সাধারণ মানুষ
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন তিনি।
এবিষয় টাঙ্গাইল জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি জানান কঠোরভাবে ব্যবস্থ্য নেওয়া হচ্ছে ।