শিরোনাম

South east bank ad

সিলেটে করোনায় মৃত্যু ৬শ’ ছাড়ালো

 প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এ এস রায়হান (সিলেট) :

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০৬ জনে। এই সময়ে আরও ৩৮৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৮৬৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৫১৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮৫৫ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৯৮৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৬৪৭ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর ২০০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৩৬ জন, হবিগঞ্জের ৪২ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১০৬ জন।

২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০ জন, ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২০০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৫ জন হবিগঞ্জের ও ৪৭ জন মৌলভীবাজারের বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৭ হাজার ৭১২ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৯৮৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৫৫ জন, মৌলভীবাজারে ৩ হাজার ২৩৭ জন ও ওসমানী হাসপাতালে ১২২ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন রোগী। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬০৬ জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে সিলেট জেলার ৪৮৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারের ৫০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের সিলেট জেলার ১৬ জন, ৩৫ সুনামগঞ্জ জেলার, ২১ জন হবিগঞ্জের ও ২১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: