বকশীগঞ্জে কঠোর লকডাউনেও সিএনজির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
শামীম আলম (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে আজ সকাল ৬টা থেকে কঠোর লকডাউন থাকলেও সিএনজির ধাক্কায় মাফি বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কের বাসকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাফি বেওয়া, নিলক্ষিয়া ইউনিয়য়ে মৃত পচা মিয়া স্ত্রী। বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাশ জানান, সকালে বাসকান্দা এলাকায় মাফি বেওয়া সহ মহিরন নামে আরেক মহিলা রাস্তা রাস্তার পাশদিয়ে হাটছিল এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক সিএনজিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।