জনসচেতনতায় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা কেশব রঞ্জন সরকারের মাস্ক বিতরণ
আব্দুর রহমান (নেত্রকোণা):
গ্রাম গঞ্জের বাজারে অবাধে সাধারণ মানুষের চলাচল ও স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরিধানের জন্য ঈদ পরবর্তীতে সচেতনতা তৈরি করতে নেত্রকোনা জেলার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য কেশব রঞ্জন সরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া উপজেলার আশুজ্জিয়া ইউনিয়নের বিরগন্জ বাজার, আশুজ্জিয়া বাজার, শেগুনতলা বাজার সহ আটপাড়া উপজেলার তেলীগাতি বাজার, রামসীদ বাজার,অভয়পাশাসহ বেশ কয়েকটি বাজারে সাধারণ মানুষের প্রতি সচেতনতা তৈরি করতে মাস্ক পরিধানের জন্য পরামর্শ দেন এবং সাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় ইউনিয়ন কৃষক লীগের স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।