সালথায় সমাজ বিণ্যাস প্রচেষ্টা সংস্থার উদোগে মাস্ক ও সাবান বিতরণ
জাকির হোসেন (সালথা):
বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ বিণ্যাস প্রচেষ্টার উদোগে বৃহস্পতিবার (২২জুলাই) দুপুরে সালথা বাজারে বিনামূলো মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক ও সাবান বিতরণ করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক আছাদুজ্জামান, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আরিফ ইসলাম, সহ সভাপতি মোঃ মনির মোল্লা, সিনিয়র সাংবাদিক আবু নাসের হোসেন, সমাজ বিণ্যাস প্রচেষ্টার নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, এস এম বাংলা টিভির সালথা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, সমাজ বিণ্যাস প্রচেষ্টার নির্বাহী সদস্য মোঃ কামাল হোসেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসুচি বাস্তবায়িত হয়।