জামালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
শামীম আলম, জামালপুর :
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় জোহরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টনকি বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, নিহত জোহরা বেগম জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ির মুন্সিপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী। তিনি আজ মঙ্গলবার সকালে জামালপুর থেকে সিএনজি যোগে নাতি মোহন মিয়ার শ্বশুরবাড়ি গাইবান্ধা জেলার কচুয়া খামার গ্রামে যাচ্ছিলেন। সিএনজিটি মেলান্দহের টনকি বাজার এলাকায় পৌছালে স্থানীয় আলেয়া আজম কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় সিএনজিটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই জোহরা বেগমের মৃত্যু হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ঘাতক ট্রাকটি দ্রুত সটকে পড়ে তবে সিএনজিটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যায়।