পূর্বধলা প্রেসক্লাবের প্রকাশনা "প্রমূর্ত" এর মোড়ক উন্মোচন
আব্দুর রহমান (নেত্রকোণা):
নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাবের প্রকাশনা "প্রমূর্ত" এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আদিবাসী বিষয়ক লেখক ও প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য আলী আহাম্মদ খান আইয়োব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক এমদাদুল হক বাবুল, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রানী কর্মকার, প্রমূর্ত প্রকাশনার সম্পাদক জুলফিকার আলী শাহীন, উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. বদরুজ্জামান, শিক্ষক ফজলুল হক বাবুল, সাংবাদিক শফিকুজ্জামান, গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম।
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পূর্বধলা প্রেসক্লাব প্রকাশনাটি বের করেছে। এটি প্রেসক্লাবের দ্বিতীয় প্রকাশনা।